দুবাইতে উন্মোচিত হলো হীরার খন্ডের টয়লেট

0
393

অনলাইন ডেস্ক : দুবাইতে উন্মোচিত হলো ৩৩৪ ক্যারটের ৪০ হাজার ৮১৫ হীরার খন্ডের টয়লেট। মঙ্গলবার দুবাইয়ের অ্যামেজিং যাদুঘর ও আর্ট গ্যালারীতে উন্মোচন করা হয় এটি। টয়লেটের দাম ১২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় গণমাধ্যম ইয়নের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

হীরার খন্ডগুলো টয়লেটটির বোলে বসানো হয়েছে। এর জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে ‘করোনেট জুয়েলারি’কে একটি প্রশংসাপত্রও দেয়া হয়েছে।

জুয়োলারি প্রতিষ্ঠানটির সভাপতি অ্যারন শাম বলেন, চীনা সংগীতশিল্পী অ্যান্ডি লাউয়ের ‘টয়লেটই তোমার বন্ধু’ গানটি থেকে অনু প্রাণিত হয়ে উদ্যোগটি নেওয়া হয়েছিলো।

এর আগে জুয়েলারি কোম্পানিটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের ৪০০ ক্যারেট হীরা দিয়ে বিশ্বের সবচেয়ে দামি গিটার তৈরি করে। সেই সঙ্গে হীরার খচিত হ্যান্ডব্যাগ ও মোবাইল ফোন কেস তৈরি করেও পুরস্কৃত হয়েছিলো তারা। ১০ হাজার গোলাপী হীরা দিয়ে হাই হিলের জুতা তৈরি করে ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার দাম ধরেছিল জুয়েলারি কোম্পানিটি।