দেশের অভ্যান্তরে মিয়ানমারের ছোড়া মর্টার শেলে যুবক নিহত, আহত ৫

0
165

ম্যাগপাই নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরিত হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ ইকবাল হোসেন (১৮)। তিনি শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মতলব হেসেনের ছেলে বলে জানিয়েছেন নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

আরও পড়ুন : এবার মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণের পা বিচ্ছিন্ন
দিল মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ্য করে মিয়ানমার থেকে মর্টারশেল ছোড়া হয়। এতে বিস্ফোরণ হয়ে ছয় রোহিঙ্গা আহত হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. কামাল বলেন, ‘রাতে মিয়ানমার থেকে গোলা এসে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে পড়ে। এ ঘটনায় সীমান্তের রোহিঙ্গা ও স্থানীয়রা আতঙ্কে আছেন।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন সমকালকে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, ‘তুমব্রু সীমান্তে মর্টারশেলের আঘাতে ৬ রোহিঙ্গাকে রক্তাক্ত অবস্থায় উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্য এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’