দেশের প্রথম স্পোর্টস রেডিও উদ্বোধন করলেন মাশরাফি-মামুনুল

0
390

ক্রীড়া ডেস্ক: ‘রেডিও এজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি-মামুনুলের সঙ্গে অন্যরাবাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উদ্বোধন করলেন দেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশন ‘রেডিও এজ ৯৫.৬’। ফুটবলার মামুনুল ইসলাম ও ভারত্তোলক মাবিয়া আক্তারকে সঙ্গে নিয়ে কেক কেটে রেডিওটির উদ্বোধন ঘোষণা করেন মাশরাফি।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে আম্বার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এ রেডিওটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘রেডিও এজ’-এর ম্যানেজিং ডিরেক্টর শাফকাত সামিউর রহমান, ডিরেক্টর আশিক আহমেদ ও মির্জা শিবলী।

মাশরাফি তার বক্তব্যে বলেছেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধুমাত্র ক্রীড়াঙ্গন নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো রেডিও এজের মাধ্যমে। শুধুমাত্র খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে।’ সঙ্গে একটা চাওয়াও থাকলো তার রেডিওটির কাছে, ‘রেডিও এজ-কে বলব আপনারা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট করবেন না, অন্য যে খেলা রয়েছে, সবগুলোকে হাইলাইট করবেন।’

ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামও বলেছেন প্রায় একই কথা, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার জন্য কোনও বিশেষায়িত চ্যানেল ছিল না। রেডিও এজের মাধ্যমে সেটা শুরু হলো। আশা করি ধীরে ধীরে আরও অনেক ক্রীড়া চ্যানেল হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here