দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা-মামলায় জেইউজে’র গভীর উদ্বেগ প্রকাশ

0
400

প্রেস বিজ্ঞপ্তি : দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খুলনার ডুমুরিয়ায় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর নাসির উজ্জল এবং তার সহধর্মীনি বাংলাদেশ টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা’র উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে গ্রেফতারকৃত সাংবাদিক আঃ লতিফ এর মুক্তি দাবি করেছেন তারা। এছাড়া দমন পিড়নমূলক সমস্ত কালাকানুন বাতিল এবং দেশের সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন জেইউজে নেতৃবৃন্দ। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here