দৈনিক লোকসমাজ পত্রিকার প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া ও তার স্ত্রীকে হুমকী দেওয়ায় থানায় অভিযোগ

0
545

বিশেষ প্রতিনিধি : সিনিয়র ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া এক সময়ের যাত্রা শিল্পী প্রিন্সেস রিমি আক্তারের অব্যাহতভাবে মোবাইল ফোনে গালিগালাজ,বিভ্রান্তিকর কথা বার্তা বলে সংসারে অশান্তি করায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ নামাটি এসআই নজরুল ইসলাম তদন্ত শুরু করেছেন।
যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার মোড়ের বাসিন্দা ও দৈনিক লোক সমাজ পত্রকার প্রধান ফটো সাংবাদিক মৃত আল হাজ্ব আজিজ ডাকুয়ার ছেলে হানিফ ডাকুয়া যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড বাসা নং ১৭৪, মাহমুদুর রহমান স্কুল মোড়ের মৃত সামসুল আলমের স্ত্রী প্রিন্সেস রিমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন,খুলনায় সাংবাদিকতা করার সুবাদে বিভিন্ন মহলে যাতায়াত থাকায় তৎকালীন ওয়ার্ড কমিশনার মৃত এরশাদ শিকদারের সাথে তার পরিচয়। রিমি আক্তার তৎকালীন দি সিজার যাত্রা ইউনিটে নাচগান করায় ও নড়াইলে যাত্রায় এরশাদ শিকদারসহ ডাকুয়া যাত্রা দেখার সুবাধে পরিচয়। এরশাদের শিকদারের বড় স্ত্রী খোদেজার মাধ্যমে ডাকুয়া জনতে পারেন রিমি আক্তারকে এরশাদ শিকদার বিয়ে করতে চায়। ডাকুয়াসহ এরশাদের শিকদারের সহযোগীরা জানতে পেরে বিয়ের ব্যাপারে ঘোর বিরোধীতা করে। এক পর্যায় প্রিন্সেস রিমি আক্তারের স্বপ্ন আর পুরোন হয়না।এর পর গত ১৫ মে রিমি আক্তার কৌশলে তার আত্মীয় লাকিকে তার ল্যাপটপ নিয়ে তার বাড়িতে আসতে বলে। লাকী রিমি আক্তারের বাড়িতে রাতে ল্যাপটপ নিয়ে আসে। রাতে ঘুমিয়ে পড়ে। ১৬ মে সকালে রিমি আক্তার লাকীকে জানান ল্যাপটপ চুরি হয়ে গেছে। এ নিয়ে রিমি আক্তারের সাথে লাকীর বিরোধ শুরু হয়। লাকীকে রিমি আক্তার মারপিট করে গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। লাকীর পিতার সাথে ডাকুয়ার পরিচয় সূত্রধরে লাকী ডাকুয়াকে জানায়। ডাকুয়া লাকীকে আইনগত সহযোগীতায় করায় রিমি আক্তারের দখলে থাকা চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার হয়। হানিফ ডাকুয়া রিমি আক্তারকে তৎকালীন এরশাদ শিকদারের সাথে বিয়ের বিরোধীতা ও লাকীর ল্যাপটপ উদ্ধারের সহযোগীতার কারণে ক্ষিপ্ত হয়ে উঠে বলে হানিফ ডাকুয়া আশংকা প্রকাশ করেছেন। রিমি আক্তার ডাকুয়ার স্ত্রীর মোবাইল ফোনের নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ন কথা বার্তা বলছে। সংসারে অশান্তি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয় হানিফ ডাকুয়াকে হুমকী ধামকীসহ প্রাণ নাশের হুমকী পর্যন্ত দেওয়ায় হানিফ ডাকুয়া উপায়ন্তর না দেখে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here