দ্রুত প্রবৃদ্ধির দেশ বাংলাদেশ -ঝুঁকি মোকাবেলায় দক্ষ হতে হবে

0
510

কিছুদিন আগেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য-উপাত্ত মিলিয়ে প্রাক্কলন করেছিল চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮.১৩ শতাংশ। বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক সম্প্রতি বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ। প্রবৃদ্ধির হারে এডিবি ও বিবিএসের সঙ্গে বিশ্বব্যাংকের পার্থক্য থাকলেও বহুজাতিক এ সংস্থাটি বলছে, বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা শীর্ষ পাঁচটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ।

এ কথা আজ অনস্বীকার্য যে বাংলাদেশকে কোনোভাবেই আর উপেক্ষা করার উপায় নেই। দ্রুত প্রবৃদ্ধির দেশটি এরই মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে বিশ্বে ৩৪তম অবস্থান নিশ্চিত করেছে। উন্নয়নের সূচকগুলোও এখন বাড়ন্ত। গত এক দশকে মোট জিডিপি ৯১ বিলিয়ন থেকে বেড়ে ২৮৫ বিলিয়ন ডলার হতে যাচ্ছে। এই সময়ে প্রবৃদ্ধির হার ৫.৪ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ ৭.৮৬ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সাল নাগাদ প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত হবে—এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ। দারিদ্র্য ২২ শতাংশে নেমে এসেছে। মূল্যস্ফীতি ১২ শতাংশ থেকে কমে ৫.৪ শতাংশে পৌঁছেছে। মাথাপিছু আয় ৬৮৬ ডলার থেকে বেড়ে এক হাজার ৭৫১ ডলারে উন্নীত হয়েছে। বিনিয়োগ বেড়েছে চার গুণ। রপ্তানি ১০ বিলিয়ন ডলার থেকে ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট : রেগুলেটরি প্রডাক্টিবিলিটি ক্যান সাসটেইন হাই গ্রোথ’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেগা প্রকল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও জিডিপি বাড়াতে বড় ভূমিকা রাখছে। যদিও বিদেশি বিনিয়োগের হার সামান্য বাড়লেও সমতুল্য দেশগুলোর তুলনায় তা অনেক কম। আন্তর্জাতিক এ সংস্থাটির গবেষকরা মনে করেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেও খেলাপি ঋণ বাড়ছে। রাজস্ব আয় এখনো দুর্বল, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমছে। এরই সঙ্গে কিছু ঝুঁকির কথাও উঠে এসেছে বিশেষজ্ঞদের ভাষ্যে। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের পর বিশ্ব অর্থনীতি শ্লথ হয়ে আসতে পারে। সে ক্ষেত্রে তৈরি হতে পারে অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থনীতির ঝুঁকি। বিশ্বব্যাংক মনে করে, অভ্যন্তরীণ ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হলো ব্যাংক খাত। আরেকটা ঝুঁকির জায়গা রাজস্ব আদায়ে অপর্যাপ্ততা। এসব ঝুঁকি মোকাবেলায় দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশের অর্থনীতি যে একটি শক্ত অবস্থানে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here