নওয়াপাড়া সরকারি কলেজ ও নওয়াপাড়া মডেল কলেজের জয় লাভ

0
177

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলার সকল কলেজের সমন্বয়ে আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতায় নওয়াপাড়া সরকারি কলেজ জয় লাভ করেছে। অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় খেলায় অংশ গ্রহণ করে নওয়াপাড়া সরকারি কলেজ একাদশ বনাম শেখ আব্দুল ওহাব মডেল কলেজ একাদশ। তুমুল প্রতিদ্বন্দীতার মাধ্যমে খেলাটি ১ গোল করে দলকে এগিয়ে নেয় নওয়াপাড়া সরকারি কলেজ একাদশের ৭ নং জার্সিদারি খেলোয়াড় জীবন। তাকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। খেলাটি পরিচালনা করেন ঈব্রাহিম হোসেন, সুমন বিশ্বাস , আজিজুর রহমান, তাপস বিশ্বাস। পরবর্তী খেলায় নওয়াপাড়া মডেল কলেজ একাদশ বনাম ভবদহ মহাবিদ্যালয় একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুর দুই মিনিটের মাথায় নওয়াপাড়া মডেল কলেজ একাদশের খেলোয়াড় একটি গোল করে দলকে এগিয়ে নেয়। এই খেলায় আর একটি গোল করে দলকে বিজয় লাভ এনে দেয় রনি । নওয়াপাড়া মডেল কলেজ একাদশের খেলোয়াড় রনিকে সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত করেন। খেলাটি পরিচালনা করেন অম্বর বিশ্বাস, সহকারী ছিলেন সুব্রত সরকার, বিরেস্বর মন্ডল ও ঈব্রাহিম হোসেন । অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম সরদার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব ইসমাইল হোসেন, মশিয়ার রহমান মশি, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর তালিম হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, আ’লীনেতা মোতালেপ ফারাজী প্রমুখ। আমন্ত্রিত অতিথি ক্রীড়াবিদ চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুরজহুর মুকুল উপস্থিত ছিলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ রবিউল হাসান, সদস্য সচিব ইকবাল হোসেন, অধ্যক্ষ আব্দুল লতিফ, মহিদুল ইসলাম টোকন, ইকবাল হাসান, সেলিম ইকবাল, খাইরুল বাশার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সেলিম হোসেন, হাবিবুর রহমান, খেলোয়াড় ভীমচন্দ্র দে, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ। খেলায় সহযোগিতা করেন রফিক, আজিজুর রহমানসহ ক্রীড়ামোদী দর্শকগণ। আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা ২টি খেলায় নওয়াপাড়া সরকারি কলেজ ও নওয়াপাড়া মডেল কলেজের জয় লাভ করে উভয় টিম সেমিঃ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।