নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

0
371

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) রবিবার সমাবেশ করেছে প্রেসক্লাব যশোরে। এ সময় নবম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের বিরুদ্ধে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) মামলার প্রতিবাদ, গণমাধ্যমকর্মী আইন পাস, ছাঁটাই বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান। এ সময় বক্তব্য রাখেন জেইউজে’র সহসভাপতি প্রণব দাস, বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের যুগ্ন মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য গোপীনাথ দাস, জেইউজে’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবির প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আন্দোলন করছেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু নোয়াব নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ প্রস্তাব বাস্তবসম্মত নয় দাবি করে তার গেজেট না করতে হাইকোর্টে রিট আবেদন করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের সুপারিশের গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার পর তা ১৯ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি। গত বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here