নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

0
221

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৭ অক্টোবর থেকে ওমান পর্ব দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আর আমিরাতে টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৪ নভেম্বর। বিশ্বকাপ শেষেই ঘরের মাঠে হোম সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কারণ নভেম্বরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট খেলতে নভেম্বরে আসছে পাকিস্তান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী আয়োজিত হবে এই সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর। দ্বিতীয়টি হবে পরের দিনই। তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২২ নভেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল চলে যাবে চট্টগ্রামে। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। দুটি টেস্টই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল লাল সবুজের দল। এবার বাংলাদেশের মাটিতে ফের মুখোমুখি হবে দুদল।