নারীকে অন্ধকারে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয় –রনজিৎ রায় এমপি

0
538

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া (যশোর): নারীকে অন্ধকারে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়, মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে ৮৮- যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায় একথা বলেন,এদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীকে অন্ধকারে রেখে কোন প্রকার উন্নয়ন সম্ভব নয়। সে কারনে যার যার অবস্থানে থেকে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। রনজিৎ রায় বলেন,মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার অঙ্গিকারবদ্ধ।

এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিয়ূর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন-অর-রশিদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জেল হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কর্মকর্তা ছদর উদ্দীন,পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার নাইমা আকতার পাপিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভার পূর্বে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here