নারী হোটেল শ্রমিক ছায়া হত্যার প্রতিবাদে আজও যশোর শহরে বিক্ষোভ মিছিল

0
530

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ডের নড়াইল রোডের বাবু হোটেলের নারী শ্রমিক সায়েরা খাতুন ছায়া (২৩) কে ধর্ষণপূর্বক পাশবিক নির্যাতন করে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন। একই সাথে হত্যাকান্ডকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন জেলা কমিটি যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে পাইপপট্টি মোড়ে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সদর থানার সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম জিহাদ প্রমুখ। পথসভায় নেতৃবৃন্দ বলেন, হোটেল সেক্টরে শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এসব হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত, সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইনের প্রতি কতিপয় মালিকরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে। ফলশ্রুতিতে জীবন যাচ্ছে শ্রমিকদের। ইতিমধ্যে সুনামগঞ্জের ছাতকের হোটেল শ্রমিক সাব্বির আহম্মেদ (১৯), রংপুরের বদরগঞ্জের আকরাম আলী (১৫), পঞ্চগড়ের তেতুলিয়ার মমিন হত্যাসহ ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেল মালিক কর্তৃক কিশোর হোটেল শ্রমিক রিয়াদসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকান্ডের ধারাবাহিকতায় যশোর শহরে ধর্ষণপূর্বক এই ধরণের নির্মম ও পাশবিক হত্যাকান্ড সংঘটিত হলো। নেতৃবৃন্দ অবিলম্বে এই নারী শ্রমিকের হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরই প্রেক্ষিতে ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের দড়াটানায় শ্রমিক বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে যশোর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা। উল্লেখ রোববার ভোরে হোটেল শ্রমিক ছায়রা খাতুন ছায়াকে ধর্ষন পূর্বক ছুরিকাঘাতে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here