নিহত তিন নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

0
339

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাংলাদেশ ছাত্রলীগের নিহত এক নেতার এবং আওয়ামী লীগের দুই মরহুম নেতার পরিবারবর্গকে মোট ৩৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সন্ধ্যায় ওই টাকার চেক সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহত ইকবাল বাহার চৌধুরী বিপ্লবের মাতা নাসিমা আক্তার প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন।

বিপ্লব ২০০২ সালের ১০ জানুয়ারি বিএনপি নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হন এবং পরে একই বছরের ১৩ জানুয়ারি মারা যান। এ ঘটনায় তার বাবা নূরুন্নবী একটি মামলা দায়ের করেন এবং ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাকেও হত্যা করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর সিলেটের সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য মরহুম শামসু মিয়ার স্ত্রী রেজিয়া বেগমকেও আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম লুৎফর রহমান সারকুমের স্ত্রী চৌধুরী মতি মেহের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here