নুসরাতের মৃত্যুতে তারকাদের শোক

0
503

বিনোদন প্রতিবেদক : ফেনীর সোনাগাজীর পরীক্ষা কেন্দ্রে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসে। সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে সবাই। নুসরাতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনেও। এই তরুণীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজ তারকারাও।

অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুকে লিখেছেন, ‘একটা কন্যা সন্তানের খুব শখ ছিল। গোলগাল মায়া মায়া মুখ। ডাগর ডাগর চোখ। মাথা ভর্তি কোঁকড়ানো চুল। চেহারায় নকল এক গাম্ভীর্য! আমার লীলাবতী মা’টা। পৃথিবীতে আসার আগেই চলে গেছে ভালোই হয়েছে। এ দেশটা মানুষরূপী হায়েনায় ভরা।

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান তার ফেসবুকে লিখেছেন, ‘ফেনীতে আগুনে জ্বলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই ঘটনার সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত মানুষরূপী সকল পিশাচকে দ্রুত গ্রেফতার করে ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি।’

আর এক অভিনেত্রী জাকিয়া বারী মম তার ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত আশ্চর্য আমরা। যেদিন আমার ছেলে-মেয়ে নুসরাতের মত হবে সেদিন বুঝবে…. কত ধানে কত চাল…।’

নারী নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার মেয়েকে ওই এলাকায় গোসল দিবা না! মৃত্যুর পরপর নুসরাতের মা মেয়েকে চুমু দিয়ে এই কথাই বলেন। হে দয়াময়, মায়ের এই শোক বহনের ক্ষমতা দাও।…

জয়া আহসান তার ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করে মৃত নুসরাতের ছবি দিয়েছেন।

অভিনেত্রী শার্লিন ফারজানা তার ফেসবুকে লিখেছেন, ‘বেশির ভাগ সময় ভুলে থাকি, কিন্তু পৃথিবী আসলেই কঠিন! কি ভয়াবহ অসহায়ত্বের ভেতর দিয়ে একটি পরিবার যেতে পারে!’

চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুকে লিখেন, ‘ক্ষমা করে দিও নুসরাত তোমাকে আমরা বাচাঁতে পারলাম না।’ চঞ্চল চৌধুরী লিখেন, ‘নুসরাতের জন্য শোক, নুসরাতের জন্য প্রার্থনা, নুসরাতের জন্য প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুকে লিখেন, ‘নুসরাতসহ সব ধর্ষকের দ্রুত বিচার ও স‌র্বোচ্চ শা‌স্তি আদায় কর‌তে আমরা কী আরো একবার গণজাগরণ তৈ‌রি কর‌তে পা‌রি না? ম‌নে রাখবেন, দাবি আদায়ের আ‌ন্দোলন রাস্তায় হয়, ফেসবু‌কে নয়। অ‌নি‌শ্চিত মৃত্যুর বিভী‌ষিকা আর সহ্য হ‌চ্ছে না— ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার ফেসবুকে লিখেছেন, ‘শুধুমাত্র আজকে সব স্ট্যাটাস নুসরাতকে নিয়ে, তারপর আবার আমরা ভুলে যাব সব। আবারও কোন মেয়েকে কেউ জ্বালিয়ে দিবে, কেউ রাস্তায় বুকে চাপ দিবে, রেপ করবে, মেরে ফেলবে। এসব শয়তানের বাচ্চাদের রাস্তায় সবার সামনে ফাঁসিতে ঝুলানো উচিত।’

মডেল-অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিল তার ফেসবুকে লিখেছেন, ‘প্রকাশ্য দিনে এমন কাজ করার পরেও সেই মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস করতে পারেনি। এবং সেই হয়রানিকারী হুজুরের মুক্তির দাবিতে আই রিপিটের মিছিল হয়েছে। সে মিছিলের সামনে কয়েকটা মেয়ে এবং আশেপাশে আরও কয়েকটা ছেলে। মোটমাট কয়েকশো মানুষ। এই দেশে যৌন হয়রানিকারীর মুক্তির দাবিতে মিছিল হয়।

এই দেশে একটা মেয়েকে গায়ে আগুন দিয়ে খুন করা হয়। এই দেশে একটা মেয়ে অন্যায়ের বিচার চাইতে পারে না। অথচ এই দেশের প্রধানমন্ত্রী একজন নারী। এই দেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি কিনা বীরাঙ্গনাদের বাবার নামের জায়গায় তার নিজের নাম বসাতে বলেছিলেন এবং ঠিকানার জায়গায় নিজের বাড়ির ঠিকানা বসাতে বলেছিলেন। এই দেশটা আপনার, আমার, আমাদের অহ ভালো কথা মেয়েটা মরে গিয়ে বেঁচে গেছে, কারণ এই দেশটা ওর না। কিছুতেই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here