নেত্রকোণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, এএসপিসহ আহত ১০

0
345

নিজস্ব প্রতিবেদক: ‍নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালনের সময় এ সংঘর্ষ হয়।

এতে সহকারি পুলিশ সুপার শিবলি সাদিক আহত হন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন-উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, তারা মিয়া, হাবিব মিয়া, রতন মিয়া, রাসেল মিয়া, ফরিদ ও সোহাগ।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল হক জানান, সহকারী পুলিশ সুপার শিবলি সাদিক ঘটনার সময় কিছুটা আঘাত পেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থলসহ উপজেলা সদরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান হুমায়ুন কবীর জানান, বিএনপি কয়েকদিন ধরে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সদরের ডাকবাংলোর কাছে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here