নোবেল শান্তি পুরস্কার ‘পুতিনের বিরুদ্ধে নয়’: নোবেল কমিটি

0
142

অনলাইন ডেস্ক : শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রাশিয়া ও ইউক্রেনের ‍দুই মানবাধিকার প্রতিষ্ঠান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, পুতিনের বিরুদ্ধে রাশিয়ায় বিক্ষোভ হয়েছে এবং বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ।

এ পরিপ্রেক্ষিতে নোবেল কমিটির কাছে প্রশ্ন করা হয়– নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে পুতিনকে কোনো বার্তা প্রদান করা হলো কিনা। উল্লেখ্য, ভ্লাদিমির পুতিনের ৭০ তম জন্মদিন আজ।

এমন প্রশ্নের জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস আন্ডেরসেন বলেন, ‘যারা শান্তির পক্ষে কাজ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়।’ স্পষ্ট করে নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, পুতিনকে উদ্দেশ্য, তার জন্মদিন কিংবা অন্য কোনো কিছু ভেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। কারও বিরুদ্ধে নয় বরং ইতিবাচক কাজের জন্য পুরস্কার দেয়া হয়েছে, যোগ করেন তিনি।
তবে এখানে পুতিনের প্রসঙ্গ আছে বলেও মন্তব্য করেন তিনি। নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, পুতিনের সঙ্গে মানবাধিকার এবং নাগরিক সমাজের টুঁটি চেপে ধরার বিষয়টি প্রাসঙ্গিক। সূত্র: বিবিসি