নৌকাকে বিজয়ী করতে এখন থেকেই সজাগ থাকার আহ্বান এমপি নাবিলের

0
141

নিজস্ব প্রতিবেদক : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মাইলফলক অর্জন হয়েছে। অর্থনীতিতে প্রাণ সঞ্চর হয়েছে। বিশ্বের সবাই সম্মানের সাথে বাংলাদেশের নাম নিচ্ছে। বিশ্বের অনেক দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বকে মডেল হিসেবে নিচ্ছে। দেশব্যাপী উন্নয়নযজ্ঞে যশোর অঞ্চল অনেক এগিয়ে রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের পরেই যশোর অবস্থান করে নিয়েছে। যশোর হবে দেশের তৃতীয় অর্থনৈতিক জোন। ছোট, বড় ও মাঝারি শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। শিল্প অঞ্চল হিসেবে সাধারণ মানুষের কাজের কোনো অভাব থাকবে না। সবকিছু সম্ভব হচ্ছে একমাত্র শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে।

আজ শুক্রবার (২২ জুলাই) যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট শহীদ ইদ্রিস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তীরেরহাট সোনালী ক্রীড়াচক্রের আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, দেশের উন্নয়নের যাত্রা বেগমান রাখতে আগামীতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। সেজন্য সকল মতভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাট্টা হতে হবে। নৌকা মার্কাকে বিজয়ী করতে এখন থেকেই সজাগ থাকতে হবে।

যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সঞ্চালনায় ম্যাচ শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ঝিনাইদহের কালীগঞ্জের ভৈরব যুবসংঘের খেলোয়াড় কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ও যশোর সদর উপজেলার শেখ সাখাওয়াত হোসেন স্মৃতি সংঘের খেলোয়াড়-কর্মকর্তাদের রানার্সআপ ট্রফি তুলে দেন।

ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে হাজারও মানুষের ঢল নামে। মাঠসহ আশেপাশে কানায় কানায় মানুষ ভরে যায়। ২০ হাজারের উপরে দর্শক উপস্থিত হয় বলে ধারণা করা হয়। দর্শকরা হাত নাড়িয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে অভ্যর্থনা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদস্য কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু প্রমুখ।