নৌকা বাইচ নদী মাতৃক বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য -সংসদ সদস্য শাহীন চাকলাদার

0
334

কেশবপুর (যশোর) থেকে : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, নৌকা বাইচ নদী মাতৃক বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা রয়েছে। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ। এক সময় এ দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক। আর বাহন ছিল নৌকা। এখানে নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
গতকাল সন্ধ্যায় তিনি মহাকবি মাইকেল মধুসূদন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মহাকবি মাইকেলের পৈতৃক ভূমি কেশবপুরের সাগরদাড়ি কপোতাক্ষ নদে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউপি সদস্য সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগনেতা মহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ। প্রতিযোগিতায় ৯টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় গোপসেনা নৌকা বাইচ দল প্রথম, সাগরদাঁড়ী উত্তর নৌকা বাইচ দল দ্বিতীয় এবং সাগরদাঁড়ী দক্ষিন নৌকা বাইচ দল তৃতীয় হয়।