নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

0
275

নড়াইল প্রতিনিধি : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শিল্পীর কবরস্থানে কোরআনখানি, শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিমসহ বিভিন্ন পেশার মানুষ।
এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুর পর জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। চিত্রা নদীপাড়ের লাল মিয়া গণমানুষের এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here