নড়াইলে চিত্র শিল্পী সুলতানের স্বপ্ন পূরণে চারু কলার শাখা উদ্বোধন

0
323

নিজস্ব প্রতিবেদক
এস এম সুলতানের স্বপ্ন পূরণে নড়াইলের পল্লীতে ‘শিল্পাঞ্জলী’ চারুকলা কেন্দ্র নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠা করা হলো। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে সদর উপজেলার মুশুড়িয়া গ্রামেডা দেবলা মল্লিকের পৈত্রিক বাড়ির দ্বোতলায় শিক্ষক কৃষ্ণ পদ ওই স্কুলটির উদ্বোধন করেন। চিত্র শিল্পী বিমানেষ বিশ্বাস এ প্রতিষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ বাগচী, চিত্র শিল্পী বিমানেষ বিশ্বাস, বিদ্যুৎ কুমার সান্যাল, চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র মোস্তবী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শতাধিক শিশুদের মধ্যে ছবি আকার খাতা, পেন্সিল ও রংয়ের বাক্স বিতরণ করা হয়।
চিত্র শিল্পী বিমানেষ বিশ্বাস বলেন, ‘কোন না কোন শিশুর মধ্যে এসএম সুলতানের প্রতিভা লুকিয়ে আছে। রং তুলির আঁচড়ে ওই শিশুর মধ্য থেকে প্রতিভা বের করে আনতে হবে। এ ব্রত নিয়ে শিল্পাঞ্জলী চারু কলা কেন্দ্রের মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here