নড়াইলে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্থ, বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি

0
496

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আকস্মিক ঝড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় নড়াইল পৌর এলাকার বিজয়পুরের মিজান মোল্যার ছেলে সজল (২৫) বাড়ির পাশে জমিতে ধানকাটার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকেও জেলার বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে।
এ ঝড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার উত্তর পাড়ার নারায়ন বিশ^সের একটি মাত্র বসত বাড়িতে মেহগুনি গাছ পড়ে ঘরটি সম্পন্ন নষ্ট হয়েছে। আমাদা আদর্শ কলেজের টিনের চালা উড়ে ক্লাস ও অফিস রুমের কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। পাঠদানেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কালিয়া উপজেলার লক্ষীপুর আলিয়া মাদরাসার টিনের ঘর ও আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে পড়েছে। লোহাগড়ার আমাদা গ্রামের এনামুল মল্লিক, জাহিদুল খানসহ কৃষকেরা জানান, গত দু’দিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া অনেক জমিতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ধানের পাশাপাশি পাট, তিল, মরিচ, উচ্ছে, বাঙ্গি, তরমুজেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এদিকে, গত দু’দিন ধরে জেলার পল্লী এলাকায় বিদ্যুৎবিহীন রয়েছে। এতে করে মোবাইল ফোনের টাওয়ার সচল না থাকায় ফোন যোগাযোগ বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here