নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

0
524
Exif_JPEG_420

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে(সোমবার ১ মে) নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ উপলক্ষে সোমবার (০১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন, নড়াইল বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংকলরি, হ্যান্ডলিং শ্রমিক, আদিবাসি শ্রমিক, খাদ্যগুদাম ভ্যান শ্রমিক, নসিমোন, করিমন, আলমসাধু, মটর সাইকেল, শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নড়াইল রূপগঞ্জ প্রজন্ম চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে যেয়ে শেষ। র‌্যালিতে জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফের নেতৃত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নরে সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: ছাদেক আহম্মেদ খান, ট্রাক, জেলা ওয়ার্কার্স পার্টি এ্যাডভোকেট নজরুলল ইসলাম, ট্যাংকলরি সভাপতি মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কার্ত্তিক সরদার, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ফকির, নারী নেত্রী আঞ্জুমান আরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে নড়াইলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here