নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0
404

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে জানব বাংলাদেশ গড়ব’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় লোহাগড়া সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের লেঃ মতিউর রহমান হল রুমে মুন্শী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর চেয়ারম্যান লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী অফিসার রোসলিনা পারভীন। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আকবার হোসেন, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীর সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক এ্যাডঃ আবদুস ছালাম খান, আ’লীগ নেতা ফয়জুল হক রোম ও প্রয়াত প্রধান শিক্ষক মুন্শী মোয়াজ্জেম হোসেনের সহধমির্নী মাজেদা বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ বই বিতরণ করেন। #