নড়াইলে মোটরবাইক চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ করলেন এমপি মাশরাফি

0
388

এস এম আলমগীর কবির : সড়কে দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী-বিন-মোর্তুজার পক্ষ থেকে মোটরবাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে নড়াইল শহরের আলাদতপুরে মাশরাফির মামাদের বাসভবনের সামনের সড়কে চলাচলরত মোটরবাইক চালকদের মধ্যে পাঁচশত হেলমেট বিতরণ করেন এমপি মাশরাফি। মাশরাফি উপস্থিত থেকে নিজ হাতে মোটরবাইক চালকদের হেলমেট পরিয়ে দেন।
এ সময় তিনি বলেন, ‘যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই সেটা ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।’
হেলমেট বিতরণকালে নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন, পাঠাও’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অ্যাপসভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশত হেলমেট বিতরণ করা হয়। পরবর্তীতে আরও হেলমেট দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।