নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে ‘দুর্নীতি বিস্তার রোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
608

নিজেস্ব প্রতিবেদক : নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘দুর্নীতি বিস্তার রোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ৩নং ভবনের হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সমির কান্তি রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বাস নিরাঞ্জন কুমার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, কমিটির সদস্য সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, স্বপ্না রায় প্রমুখ।
সেমিনারে বক্তরা বলেন, প্রতিটি স্কুলে সততা সংঘ নিয়মিতকরণ, সততা স্টোর চালু করার মধ্যদিয়ে আগামি প্রজন্মের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধ সৃষ্টি করতে হবে। প্রতিটি স্কুলে দুর্নীতি বিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ প্রচারণা বাড়াতে হবে।
এরপর সভাপতি দুই শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান এবং উপস্থিতি অতিথিবৃন্দ এ স্কুলের দুইশত ছেলে-মেয়েদের মাঝে দুর্নীতি দমন কমিশনের খাতা বিতরণ করেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here