নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
330

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের মনিকা একাডেমির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একাডেমির কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এম সবুজ সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ রিয়াজ মাহামুদ মিশাম ও প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কবি আশামণি।
বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক নড়াইল আঞ্চলিক শাখার সিনিয়র অফিসার কবি মফিদুল ইসলাম ও মনিকা একাডেমির উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ সজল। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল কালেক্টর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজির আলী। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে জেলা শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় মনিকা একাডেমি তাদের কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, নাচ ও সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here