নড়াইলে স্কুলের পিয়ন কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ! ১৫ হাজার টাকা জরিমানা

0
639

নড়াইল প্রতিনিধি
নড়াইলে একটি স্কুলের মধ্যে পঞ্চম  শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির  চেষ্টার ঘটনায় গ্রাম্য শালিসে অভিযুক্ত স্কুলের পিয়নকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯ টায় সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম  শ্রেণির ছাত্রীর ক্লাস কক্ষে স্কুলের পিয়ন সাদিয়ার  মোল্যা শ্লীলতাহানির  চেষ্টা করে । পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাত ১০টায় গ্রাম্য শালিস হয়। শালিসে  অভিযুক্তকে অর্থ জরিমানা, মেয়েটির কাছে ক্ষমা চাওয়া এবং  অভিযুক্ত পিয়ন পঞ্চম  শ্রেণির কক্ষের তালা খোলা ছাড়া ওই ক্লাসে মধ্যে প্রবেশ করতে নিষেদ করা হয়েছে। স্কুলের পিয়ন চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামের ইসহাক মোল্যার  ছেলে সাদিয়ার  মোল্যা।
জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ওই ছাত্রী সকালে যখন স্কুলে পৌঁছায় তখন শিক্ষার্থীর উপস্থিতি ছিল নগন্য। শিক্ষকরাও তখনোও স্কুলে পৌঁছাননি। স্কুলের পিয়ন সাদিয়ার  মোল্যা সকাল ৯ টার দিকে ওই ছাত্রীকে শ্রেণি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সে চিৎকার দিলে পিয়ন  দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই পাইকমারা সরকারী প্রাইমারী স্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি কাওসার উদ্দিন  মোল্যার বাড়িতে রাত ১০টার দিকে শালিস  বৈঠক বসে।
শালিসে ১৫ হাজার টাকা জরিমানাসহ উল্লিখিত সিদ্ধান্ত নেয়া হয়। শালিসদাররা হলেন- মেম্বর আকিজ উদ্দিন  মোল্যা, মাতব্বর আবুল কালাম, শিক্ষক আব্দুল মজিদ সরদার,  শিক্ষক রমেশ কুন্ড, শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে সভা আহ্বানকারী মেম্বর আকিজ উদ্দিন মোল্যা বলেন, ‘আমরা জানতাম সাদিয়ার  মোল্যা ছেলেটি ভদ্র। কিন্তু কিভাবে এমন কাজ করলো বুঝতে পারলাম না। গরিবের  পেটে লাথি  মেরে কি হবে ?  সেজন্য জরিমানার মাধ্যমে বিষয়টির মিমাংসা করে দিয়েছি।’
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘বিচারে আমি সন্তুষ্ট নই। জরিমানার ১৫ হাজার টাকা দিয়ে কি করবো ? স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুন্ডু বলেন, ‘আমি ঘটনার দিন ছুটিতে ছিলাম। মেয়েটির সাথে হয়তো কিছু ভুল  বোঝাবুঝি হয়েছে। শালিসে বিষয়টির মিমাংসা এবং জরিমানা হয়েছে।’
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here