নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতার আত্মসমর্পণ

0
643

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ১৪ মাদকসেবী ও বিক্রেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারে আজ  শনিবার (১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তাদের ফুলেল শুভেচ্ছা জানান। আত্মসমর্পণকারীদের বাড়ি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এছাড়া জেলা শহরের এক মাদকসেবী আছেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও আশরাফুল আলম, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।
আত্মসমর্পণকৃত মাদকবিক্রেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন ও বিক্রি করে আসছিল। মাদকের কুফল সম্পর্কে বুঝতে পেরে তারা আত্মসমর্পণ করেছে। ভবিষ্যতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি থেকে নড়াইলে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। তিন মাসের মধ্যে প্রথম পর্যায়ে নড়াইল পৌর এলাকা, সদরের শাহাবাদ ইউনিয়ন, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন, কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়ন ও নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here