নড়াইলে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

0
457

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। জয়িতাদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথির জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরি।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন। জেলার ৫ জয়িতা হলেন অর্থ নৈতিকভাবে সাফল্য অর্জনকারী সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের সরস্বতী বিশ^াস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কালিয়া উপজেলার বড়কালিয়া গ্রামের খাদিজ খানম, সফল জননী নারী লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মাসুদা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য একই গ্রামের রোকেয়া বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন শুরু করেছেন একই উপজেলার ব্রক্ষ্মানিনগর গ্রামের পলি রানী বিশ^াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here