নড়াইল পৌরসভায় সামান্য বৃষ্টিতে ঘরের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি

0
529

নিজস্ব প্রতিবেদক
নড়াইল পৌর সভায় সামান্য বৃষ্টিতে অনেক এলাকায় বসবাস ও চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় অনেকের বাড়ির মধ্যে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ফলে দূর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। প্রয়োজনীয় এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভূক্তভোগীদের অভিযোগ।
জানা যায়, নড়াইল পৌরসভার তিন ভাগের একভাগ এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে পৌরসভার কুরিগ্রাম, ভওয়াখালী, আলাদাতপুর, মহিষখোলা ও বরাশোলার বিভিন্ন পাড়া-মহল্লায় বাসা-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার জলাবদ্ধতার সৃষ্টি হয়।
শহরের কুড়িগ্রাম এলাকার সুজয় বকসী বলেন, ‘পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না কারায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোন খেয়াল নেই।’
নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেহক্স সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সড়কের পাশে অবস্থিত প্রত্যেকটি বাড়ির সামনে এবং ভেতরে জলাবদ্ধার সৃষ্টি হচ্ছে। ফলে এ এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে মানবেতর জীবন-যাপন করছে।’
নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন এলাকার পানি নিস্কাশনের জন্য পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ড্রেন নির্মানের কাজ চলছে। তবে বহু পুরাতন এসব সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে সমাধান হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here