নড়াইল-২ আসনে ঈদুল ফিতরকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু

0
2470

নড়াইল প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে নড়াইল-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোয়ন প্রত্যাশীরা আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ন প্রত্যাশীরা বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে ভোটার এবং কর্মীদের সাথে নিয়ে আলোচনাসভা ও ইফতারের আয়োজন করছেন। আবার অনেকে বিভিন্ন রাস্তার মোড়ে রঙ্গীন পোষ্টার ও ফেস্টুন টানিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার (অবঃ) এস কে আবু বাকের, বিশিষ্ট শিল্পপতি শেখ মোঃ আমিনুর রহমান হিমু, বাসুদেব ব্যানার্জী, গত দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোয়ন পেয়ে শেষ মুহুর্তে দলের সিদ্বান্তের কারনে প্রার্থীতা প্রত্যাহার করে ছিলেন এস এম আসিফুর রহমান বাপ্পী, লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ হাসান ইকবাল। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর মধ্যে আলোচনায় আছেন বীর মুক্তিযোদ্বা শরীফ খসরুজ্জামান, মেজর (অবঃ) মঞ্জুরুল ইসলাম প্রিন্স। ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসাবে এনপিপি’র ডঃ ফরিদুজ্জামান ফরহাদ আলোচনায় রয়েছেন। বেশ কিছু দিন ধরে নড়াইল-২ আসনে আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের ইউনিয়নে ঘুরতে দেখা যাচ্ছে। নতুন প্রার্থী হিসেবে শেখ মোঃ আমিনুর রহমান হিমু’র নাম বিভিন্ন চায়ের দোকানে ও বাসষ্টান্ডে জোরে সরে শুনা যাচ্ছে। তিনি ইতো মধ্যে এলাকায় নানা মুখি উন্নয়ন কাজে হাত দিয়েছেন। নতুন মুখ দেখে সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচিত হলে নতুনরা নিস্বার্থভাবে এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here