পছন্দমতো সঙ্গী খুঁজে দেবে ফেসবুক

0
503

লাইফ স্টাইল ডেস্ক : ডেটিং অ্যাপ নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতিমধ্যেই অ্যাপটি নিয়ে অভ্যন্তরীণভাবে কর্মীদের মধ্যেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করছে সংস্থা।

যদিও, অনেক আগেই ফেসবুকের এই ডেটিং অ্যাপ নিয়ে গুজব ছড়িয়েছিল। অ্যাপটি নিয়ে ইউজারদের মধ্যে উন্মাদনাও রয়েছে যথেষ্ট। পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি প্রথম লক্ষ্য করেন এক অ্যাপ রিসার্চার এবং সেটি তিনি ট্যুইটারে পোস্ট করেন।

রিপোর্টের তথ্য অনুসারে, সংস্থা আভ্যন্তরীণ কর্মরত কর্মীদের ভুয়া আইডি তৈরি করে অ্যাপটিকে ব্যবহারের অনুরোধ করে। তবে, অ্যাপটি লঞ্চ করার আগে সমস্ত ‘টেস্টিং করা তথ্য’ ডিলিট করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের।

সংস্থা কর্মীদের সর্তক করে দিয়ে জানায়, ডেটিং অ্যাপটিতে হেনস্থা রুখতে কঠোর নিয়ম (অ্যান্টি-হ্যারসমেন্ট পলিসি) বাস্তবায়ন হবে। অ্যাপটির সাইন-আপ পেজে জেন্ডার, লোকেশন সহ কোন জেন্ডারের মানুষে ইউজার আগ্রহী সেই অপশনও থাকবে।

রির্পোটের তথ্য অনুসারে, ইউজার ডেটিং অ্যাপে নতুনভাবে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফেসবুক ডেটিং অ্যাপ ইউজারকে নিজের পছন্দমত সঙ্গী-সঙ্গিনীর খোঁজ পেতে সাহায্য করবে। শুধু তাই নয়, ফেসবুক ডেটিং অ্যাপের গ্রুপের মাধ্যমে মিউচুয়াল ফেন্ড্র বা একই বিষয়ে আগ্রহী মানুষদের মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here