পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জাঁকজমক অনুষ্ঠান হবে যশোরে

0
175

নিজস্ব প্রতিবেদক : যশোরে আগামী ২৫ জুন জাঁকজমকভাবে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হবে। সকাল থেকে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে শহরকে সাজানো হবে। টাউনহল মাঠ পুরোটা লাইটিং করা হবে। সেখানে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। দেশের খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পী দেবলীনা সুর সংগীত পরিবেশন করবেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আরো নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। দেশের উন্নয়ন-অগ্রসর ও পদ্মা সেতুর উপকারিতা নিয়ে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বুধবার (১৫ জুন) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম।