পরবর্তী বিগ ব্যাশে দেখা যেতে পারে মুস্তাফিজকে

0
362

ক্রীড়া ডেস্ক : আইপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। তবে সবাইকে অবাক করে দিয়ে নিজের জাত চিনিয়েছেন অন্য এক অখ্যাত বোলার। তিনি হলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মজেস হেনরিকস তার এই দুই সতীর্থকে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ভেড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদকে নেটে খেলেছি। সে দুইদিকেই ১০০ কিলোমিটার গতিতে বল করতে পারে। তার বল বুঝে উঠতে পারি না। সিডনি সিক্সারস অবশ্যই তাকে দলে ভেড়ানোর কথা চিন্তা করবে। শুধু রশিদ নয়, মুস্তাফিজের বেলাতেও তাই। তাদের সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। তারা দুজনই বিগ ব্যাশে খেলার যোগ্যতা রাখে।’ চলতি আসরে সানরাইজার্সের হয়ে আফগানিস্তানের স্পিনার রশিদ খান ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে এখনও উঠে দাঁড়াতে পারেননি। একটিমাত্র ম্যাচ খেলেছেন এবারের আসরে। কিন্তু গেল আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন এই কাটার মাস্টার। সেবারই বিগ ব্যাশে তাকে নেওয়ার আগ্রহ দেখায় কয়েকটি দল। কিন্তু ইনজুরির কারণে আলোচনা আর এগোয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here