পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশিশি

0
326

ম্যাগপাই নিউজ ডেক্স : পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর ) কাছে দেওয়া এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। পশ্চিমবঙ্গের পুনর্বাসন প্রশাসন অধিদফতরের করা এই প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুসকে দেওয়া সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, ‘মিয়ানমারেরও ১১ শিশু রয়েছে। তাদের বয়স ২-৬ বছরের মধ্যে।’

প্রতিবেদন বলা হয়, ১৬৪ বাংলাদেশি শিশুর মধ্যে ৭২ জন কলকাতার দমদম পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। আর ৫০ জন রয়েছে মুর্শিদাবাদের বেরহামপুর কেন্দ্রীয় পুনর্বাসন কেন্দ্রে। চক্রবর্তী বলেন, ‘এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল শিশুরা পর্যাপ্ত পুষ্টি, চিকিৎসা ও শিক্ষা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। তারা কারাগারে কোনও হয়রানির শিকার হচ্ছে কিনা এটাও খতিয়ে দেখছি আমরা।’

তবে প্রতিবেদন অনুযায়ী শিশুরা ভালো আছে বলে দাবি করেন তিনি।
কারা কর্তৃপক্ষ সঠিক তথ্য দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে আগস্ট থেকে কমিশন ১৯টি জেল পরিদর্শন শুরু করবে। অনন্য চ্যাটার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গের জেলে থাকা বাংলাদেশি শিশুসহ সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি নিশ্চিত করতে চান তারা।’ তবে কারাগারে এত বেশিসংখ্যক বাংলাদেশি থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতীয়দের মতো তাদের যাওয়ার আর কোনও জায়গা নেই।’

সূত্র: দ্য হিন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here