ঢাকায় পাইওনিয়ার ফুটবল লীগে খেলবে বেনাপেলের নূর ইসলাম ফুটবল একাডেমি

0
613

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৬) ফুটবল লীগ-১৭ এর ২৭তম আসরে প্রথমবারের মতো খেলবে বেনাপোলের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি।

ঢাকায় খেলতে  ইতোমধ্যে বেনাপোলের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমির ২৫ সদস্যের দল বেনাপোল ছেড়েছে। শুক্রবার পর্দা উঠবে বাংলাদেশ ফুটবলের আসর পাইওনিয়ার ফুটবল লীগ।

বাছাইপর্বে পাইওনিয়ার ফুটবল লীগে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমির ১৬ সদস্যকে নির্বাচন করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৭তম আসরের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে বেনাপোলের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আসরে বাংলাদেশের ৭২টি ক্লাব অংশগ্রহণ করবে।

পাইওনিয়ার ফুটবললীগে আলহাজ্ব নুরইসলাম ফুটবল একাডেমির টিম ম্যানেজার হুমায়ুন কবির বলেন, আমরা খেলার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। ইতোমধ্যে আমাদের টিম যশোর ছেড়েছে, উদ্বোধনী ম্যাচেই আমাদের একাডেমি খেলবে।

তিনি বলেন, আমরা উদ্বোধনী ম্যাচে জয় পাবো বলে প্রত্যাশা করছি।

বাংলাদেশের ফুটবল লীগের এই আসরে পাইওনিয়ার ফুটবল লীগ-১৭ থেকে অভিজ্ঞতা অর্জনকেই বড় করে দেখছেন দলের কোচ। তবে লক্ষ্য থাকবে সামর্থ্যরে সবটুকু দিয়ে ভালো কিছু করার।
আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমির কোচ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহম্মেদ পলাশ জানান, তারুণ্যের উচ্ছ্বাসে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি ফুটবল জগতের এক নবদ্বারে প্রবেশ করতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here