পাইকগাছার খালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
432

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: আবহমান গ্রাম বাংলার ঐহিত্য ধরে রাখতে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে ৪দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে নুনিয়াপাড়া সার্বজনীন কৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে স্থানীয় খালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অধীর কুমার মন্ডলের সভাপতিত্বে নৌকাচা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, থানার এস,আই বি.এম. বাবুল আক্তার, আব্দুল মান্নান ফকির, আবুল বাশার, মোমিন উদ্দীন, সুকুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এ গফুর, ক্রীড়া সম্পাদক এস,এম, বাবুল আক্তার, সদস্য অমল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, আবু সাঈদ মোল্লা, আবুল কাশেম, রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, আ’লীগনেতা দিপংকর সানা, কিরণ চন্দ্র মন্ডল, রামপ্রসাদ বাছাড়, প্রদীপ সানা. পুষ্পেন সানা, রাজীব মন্ডল, তুষার সানা, রথিন সরদার, নারায়ণ চন্দ্র সরদার, পবিত্র মন্ডল, বিকাশ মন্ডল, স্বপন মন্ডল প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় ৩টি নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে কয়রার মহেশ্বরীপুরের সোনার তরী নৌকা বাইচ দল প্রথম, সোলাদানার টেংরামারী রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয় এবং সাতক্ষীরার কুলপোতার জয়মা কালী নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে প্রধান অতিতি এস,এম, এনামুল হক প্রথম পুরস্কার, পাইকগাছা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার দ্বিতীয় পুরস্কার এবং অনুষ্ঠানের সভাপতি অধীর কুমার মন্ডল তৃতীয় পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here