পাইকগাছার বয়ারঝাপায় স্লইচ গেটের দু’পাশ ঝুকিপূর্ণ : বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা এলাকাবাসীর

0
354

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ২৩নং পোল্ডারে পাউবো’র বেড়ীবাঁধ ঝুকিপূর্ন সহ নদী ভাঙনে বহু পরিবার হুমকির মুখে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবসা নদীর প্রবল জোয়ারের চাপে ভাঙ্গন কবলিত সোলাদানা ইউপির বয়ারঝায় পরিত্যক্ত সøুইচ গেটের দু’পার্শ্বে প্রবল আকারে ফাটল দেখা দিয়ে গর্তের সৃষ্টি হয়ে পোল্ডারে লবন পানি প্রবেশ করছে। হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে (পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবুর নির্দেশে পানি উন্নয়ন বোর্ডে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছে। এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত পদক্ষেপ না নিলে ভাঙ্গনে পোল্ডারে লবন পানি প্রবেশ করলে শত-শত বিঘার চিংড়ী ঘের, বাড়ী-ঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন। এ বিষয়ে পাউবোর স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দীন জানান, বয়ারঝাপায় কয়েক স্থানে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে। এদিকে কপোতাক্ষ নদের ভাঙ্গনে বোয়ালিয়া মালোপাড়া সহ রাড়ুলীর পুর্বপাড়ার জেলে পল্লীর ২০ পরিবারের ঘরবাড়ী, গাছপালা নদ গর্ভে বিলিন হলে এমপি আকতারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহয়তা দিয়েছেন। এ বিষয়ে এমপি বাবু জানান, অবিলম্বে ঝুকিপূর্ন বেড়িবাঁধ মেরামত করে জনগণের জানমাল রক্ষার জন্য সরকারের মহা পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার কাজও শুরু হয়েছে বলে তিনি এলাকাবাসী সহ গণমাধ্যম কর্মীদের ধারণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here