পাইকগাছার সোলাদানায় করোনা আক্রান্ত ছবিরণনেসার বাড়ী সহ ১০ বাড়ী খাবার পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান এনামুল হক

0
495

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে প্রথম করোনা আক্রান্ত লকডাউনে থাকা ছবিরণনেসা (৭২) বাড়ি সহ পার্শ্ববর্তী ১০ বাড়িতে ফলমুল ও খাবার দিলেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। রবিবার দুপুরে ইউপি সদস্যদের সাথে নিয়ে ছবিরণনেসা সহ লকডাউনে থাকা ১০ বাড়ির লোকজনকে খোঁজখবর নিতে চাল, ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হন চেয়ারম্যান এনামুল হক। এসময় তার সাথে ছিলেন, ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, আনিছুর রহমান, কৃষি সহকারী মোঃ এনামুল হোসেন, নুরুল, আল-আমিন রেজা, গ্রাম আদালত সহকারী একরামুল হক সহ গ্রাম পুলিশবৃন্দ। উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। তার রিপোর্টে পজেটিভ ধরা পড়ায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার মঙ্গলবার রাতে সে করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন। বুধবার সকালে থানা প্রশাসন ও সোলাদানা ইউপি চেয়ারম্যান ছবিরণনেসাকে দেখতে যান। এ সময় ইউপি চেয়ারম্যান তাকে নিজ বাড়ীতে রেখে চিকিৎসা সেবা প্রদানের কথা বলেন। একই সাথে তার আশে পাশের ১০ ঘর বাড়ীগুলো লকডাউনের আওতায় নিয়ে আসেন এবং আশেপাশের ১০ ঘর বাড়ীগুলো লকডাউনে থাকায় ঔষধ, চাল, ডাল, তরকারী পরিবারের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন।