পাইকগাছায় অবমুক্ত অর্পিত সম্পত্তি ঢোল পিটিয়ে ও লাল পতাকা উড়িয়ে দখল বুঝিয়ে দিলেন মালিকদের আদালত

0
275

পাইকগাছা প্রতিনিধি : আদালতের আদেশক্রমে অবমুক্ত অর্পিত সম্পত্তি মালিকদের ঢোল পিটিয়ে ও লাল পতাকা উড়িয়ে দখল বুঝিয়ে দিয়েছেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)। এসময় মালিকরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত তথ্যে জানাযায় পাইকগাছা উপজেলার পৌরসভার অভ্যন্তরে সরল মৌজায় এসএ ২২৯ নং খতিয়ানে ৫৭৩,৫৭৪,৫৯৮,৫৯৯ দাগে ২.৫০ একর সম্পত্তি সরকার অর্পিত সম্পত্তি হিসাবে তালিকা ভুক্ত করে। যার ভিপি লিজ কেচ নং- ৭১২/৭৫-৭৬। উক্ত সম্পত্তি দাবী করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মনোরঞ্জন মন্ডল,অমার রঞ্জন মন্ডল,কান্তি বালা মন্ডল, প্রশান্ত কুমার বৈদ্য,সালেহা পারভীন, মফজুলার রহমান,চিম্ময় সরকার,রবীন্দ্রনাথ শীল,ভবেন্দ্রনাথ শীল, সুধীর কৃষ্ণ শীল,তপন কুমার শীল,স্বপন কুমার শীল,বিজন কুমার শীল ৯৯৮/১২ নং মামলা দায়ের করে। মামলায় ১৮/১১/২০১৪ তারিখে ডিগ্রীর আদেশ এবং অর্পিত সম্পত্তি আপীল ট্রাইব্যুনাল ৮১/২১৭ নং মামলায় ১২/১০/২০১৭ তারিখে আদালত অর্পিত সম্পত্তি হতে অবমুক্তির জন্য আবেদন দাখিল করিলে আদালত অর্পিত তালিকা হতে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক খুলনা মহাদয়কে নির্দেশ প্রদান করেন। উপরিক্ত নির্দেশ মোতাবেক জেলা প্রশাসকের কার্যলয় অর্পিত সম্পত্তির শাখার সহকারী কমিশনার ২৫/২/২০২০ তারিখে স্মারক নং-০৫.৪৪.৪৭০০.০২৯.০৩.০০৮.২০/৯৪(৫) যুক্ত পাইকগাছা উপজেলা সহকারী ভুমি কে উল্লেখিত ব্যক্তিদের উক্ত সম্পত্তি দখল বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশ মোতাবেক উপজেলা সহকারী কমিশনার ভুমি ৩১.৪৪.৪৭৬৪.০০২.০১৭.৫১.২০২০-১৫৪ ১১/৩/২০২০ তারিখে রাড়ুলী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ও কানুনগো কে উক্ত ব্যক্তিদের সম্পত্তি দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শেখ তাহিদুল ইসলাম ও কানুনগো মোজাম্মেল হোসেন ঢোল পিটিয়ে লাল পতাকা উড়িয়ে বাদীদের অনুকুলে বৃহস্পতিবার সকাল ১১ টায় সম্পত্তি দখল বুঝিয়ে দেন।