পাইকগাছায় অস্ত্র মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

0
341

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জনৈক সেনা সদস্য প্রতিপক্ষের দখলীয় জলমহল দখলের জন্য অস্ত্র মামলায় জড়িয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জবর দখলের পাঁয়তারার অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আমিরপুর গ্রামের এবিএম এনামুল হকের স্ত্রী সুলতানা পারভীন সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে বহুল আলোচিত জলমহল নিয়ে জনৈক সেনা সদস্য আব্দুর রব গংদের সাথে তার স্বামীর বিরোধ চলে আসছে। যা নিয়ে একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে। এজাহার নামীয় মামলায় তার স্বামী এনামুলকে ১৫ মে খুলনা থেকে পুলিশ আটক করে। এ দিকে মিনহাজ নদীর তীরে অবস্থিত খোলা মেলা লীজ ঘেরের বাসায় অস্ত্র আছে এ সংবাদে পুলিশ এনামুলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পাইপ, কয়েক রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে। যা তার প্রতিপক্ষরা সেখানে রেখে তার স্বামীকে ফাসিয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এদিকে খুলনা ৪র্থ জজ আদালতে সম্প্রতি দেয়া ৪৯/১৬ মামলায় স্থিতিবস্থা থাকার পরও সেখানে প্রতিপক্ষ রব গং অতর্কিতভাবে তার স্বামীর লোকদের উপর মামলা চালিয়ে মারাত্মক জখম করে এবং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দিতে থাকলে সেখানে পুলিশ মোতায়েন হয়। সেখানে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে ১৪৪ ধারা জারী করা হয়। এদিকে মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে রেহাই পেতে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here