পাইকগাছায় আশ্রয়ন প্রকল্পের সামনে চরভরাটি জায়গা দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা

0
482

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আশ্রয়ন প্রকল্পের সামনে চরভরাটি জায়গা ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে। দেখার কেউ নেই। অসহায় হয়ে পড়েছে ভূমিহীন জনগণ। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের। জানা যায়, পাইকগাছা উপজেলার রাড়–লী খেয়াঘাটের পাশে কপোতাক্ষ নদ সংলগ্ন জায়গায় পলি জমে চর ভরাটিতে পরিণত হয়। উক্ত চরভরাটি জায়গায় সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ভূমিহীনদের জন্য ৫০টি ঘর বিশিষ্ট আশ্রয়ন প্রকল্প তৈরী করে। প্রায় ১০ বছর পূর্বে কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত ভূমিহীন ৫০টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পে বসবাসের জন্য স্থানান্তরিত করে এবং নাম দেয় সুন্দরবন আশ্রয়ন প্রকল্প ফেস টু বহুমুখী সমবায় সমিতি লিঃ। উক্ত আশ্রয়ন প্রকল্পের সামনে কপোতাক্ষ নদের পলি জমে বেশকিছু জায়গা চর ভরাটিতে পরিণত হয়েছে। যেখানে ভূমিহীন এই ৫০টি পরিবার সরকারের আশ্রয়দাতা হিসাবে দেখভালের কথা। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যু চক্ররা উক্ত চরভরাটিয়া জায়গা জবর দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। গত ৮ ফেব্র“য়ারী থেকে রাড়–লী মৌজার ১নং খাস খতিয়ানের ৮২৪ দাগের আশ্রয়ন প্রকল্পের সামনের জায়গা জবর দখলে মেতে উঠেছে পুরাইকাটি গ্রামের মুনছুর গাজীর পুত্র আব্দুল্লাহ। সে প্রতিনিয়ত ৩০/৪০ জন করে লোক নিয়ে অবৈধভাবে চর ভরাটি জায়গায় বাঁধ তৈরীর কাজ করছে। আশ্রয় প্রকল্পের বাসিন্দারা সহ স্থানীয় লোকজন জানার চেষ্টা করলে সে প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে চলেছে। যে কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ ঘটনায় প্রকল্পের সভাপতি রঞ্জন কুমার বিশ্বাস সহ ৫০টি পরিবারের লোকজন বিভিন্ন দপ্তরে ধন্যা দিচ্ছে। অবৈধ দখল বন্ধের জন্য প্রকল্পের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানান, বিষয়টি শুনেছি। সরকারী সম্পত্তি কাউকে জবর দখল করতে দেয়া হবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here