পাইকগাছায় আসামীরা বাদীর বাড়ীতে হামলা চালিয়ে ছেলেকে মারপিট

0
429

পুলিশ মামলা তদন্তে যাওয়ায়

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছা থানা পুলিশ নিয়মিত মামলা তদন্তে আসামীর বাড়ীতে যাওয়ার ঘটনায় আসামীরা জোট বেঁধে বাদীর ছেলেকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনা ভিন্নখাতে নিতে আসামীরা আহত যুবক ও তার পরিবারের বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা করছেন বলে জানা গেছে। শনিবার উপজেলার সোলাদানা ইউপির দীঘা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও থানায় মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের সূত্র ধরে গত ১২ আগস্ট দীঘা গ্রামের রনজিত কুমার মন্ডল ও তার ছেলে স্বপন মন্ডল দলবল বেঁধে তাদের প্রতিবেশী তপন মন্ডলের ছেলে রবিনকে মারধর সহ ঘেরা-বেড়া ভাংচুর করে। এ ঘটনায় ১৩ আগস্ট তপন মন্ডল রনজিত ও স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করে। জি,আর ৩৩০/১৭। জানা গেছে, গত শনিবারে সন্ধ্যার পূর্বে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই মান্নান ফকির ঘটনাস্থলে তদন্তে যান। এ বিষয়ে তপন মন্ডল অভিযোগ করেছেন, তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর এ মামলার আসামী স্বপন গংরা দল বেঁধে সন্ধ্যার পরে তার বাড়ীতে ঢুকে শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় তার ছেলে দেবপ্রসাদকে আক্রমন চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। ঐ রাতেই তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার তদন্ত কর্মকর্তা এস,আই মান্নান ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেবপ্রসাদকে তিনি নিজেই হাসপাতালে ভর্তি করে দেন। এদিকে এ ঘটনা ভিন্নখাতে নিতে গতকাল স্বপন মন্ডল তপন, দেবপ্রসাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, দেবপ্রসাদকে মারপিটের ঘটনায় তার পরিবার থানায় আসলেও এখনও পর্যন্ত কোন অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here