পাইকগাছায় উপজেলা জামায়াতের আামির ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা, ভাংচুর; থানায় অভিযোগ

0
431

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেনের বিরুদ্ধে নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার বাড়ীতে হামলা, ভাংচুর, মারপিটসহ ক্ষয়-ক্ষতির অভিযোগে থানায় এজাহার দাখিল।
জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে ক’দিন আগে জামায়াতের আমিরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সর্বশেষ বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার মালথে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব শত্র“তা উল্লেখ করে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা শেখ জামাল হোসেন অভিযোগ করেছেন উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলার আসামী মাওঃ কামাল হোসেনের নেতৃত্বে ছাত্র-শিবিরের ক্যাডাররা বৃহস্পতিবার বিকেলে তার বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারপিট, ঘরের জানালা-দরজা, পাচালি ভাংচুর, গাছপালা কর্তনকরে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। জানা গেছে, জামায়াতের আমিরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গত ২২ মে জামাল হোসেনের স্ত্রী আছিয়া জামালের থানায় দায়ের করা ৪২ নং মামলা করলে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছেন- মাওঃ কামালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ জি,আর ৪০/১৫, ২০৫/১৭ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় গতকাল শেখ জামাল হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেনসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। এ অভিযোগ প্রসংগে বিভিন্ন মামলায় জামিনে থাকার কথা উল্লেখ করে জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন বলেন-জায়গা-জমিসহ একটি চলাচলের বিরোধপূর্ণ রাস্তাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here