পাইকগাছায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
568

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মহান স্বাধীনতা দিবসের দিনে হাজারো দর্শকের উপস্থিতিতে গড়ইখালীর বাইনবাড়িয়ার মিস্ত্রীর চকে রোববার বিকেলে বাঙালীর ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সাতক্ষীরার পক্ষীরাজ (পাখরা) প্রথম হয়েছে। ২য় হয়েছেন কয়রার মহেশ্বীপুরের রানী (লাল), ৩য় পাগলা, ৪র্থ রাজা ও খোকাবাবু ৫ম হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জেলা আ’লীগ সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, ক্যাম্প ইনচার্জ এস.আই শামিম রেজা। আরো উপস্থিত ছিলেন, গাজী মিজান, এস.এম আয়ুব আলী, জি.এম ইকরামুল হক, জসিমউদ্দীন বাবু, সুনীল মন্ডল, সৌরেন সানা, আবুল কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আঃ সালাম কেরু, শাহাবুদ্দিন গাইন, মনোহর মন্ডল, দুর্গাদাশ মন্ডল, অচিন্ত সরদার, হান্নান গাজী, আনন্দমোহন মন্ডল, আয়োজক কমিটির সভাপতি তপন বাইন, সম্পাদক ভবেশ সানা, অবঃ অনীল মন্ডল, প্রভাষক বাবলুর রহমান, আজিজুল হাকিম, শিক্ষক পুস্পেন সরদার, মানবেন্দ্র মন্ডল সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here