পাইকগাছায় চাঁদা আদায়কালে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

0
313

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দারোগা পরিচয় দিয়ে নছিমন-করিমন থেকে চাঁদা আদায়কালে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক যুবক নুরুজ্জামান নুর (২৬) পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। থানাপুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুজ্জামান সোমবার ভোরে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার এলাকায় পুলিশের দারোগা পরিচয় দিয়ে ইঞ্জিনচালিত নছিমন-করিমন চালকদের কাছে চাঁদা দাবী করছিল। এ সময় ভিলেজ পাইকগাছা গ্রামের দাউদ শেখের ছেলে নছিমন চালক মফিজুলের নিকট অবৈধ যানবাহনের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে নুরুজ্জামান। মফিজুলের নিকট দাবীকৃত টাকা না থাকায় সে বাড়ীতে গিয়ে টাকা দেয়ার কথা বলে নুরুজ্জামানকে সাথে নিয়ে তার বাড়ীতে যায়। পথিমধ্যে ভিলেজ পাইকগাছা মোড় নামক স্থানে পৌছালে মফিজুলের মাধ্যমে এলাকাবাসী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুয়া পুলিশ কর্মকর্তা বুঝতে পেরে নুরুজ্জামানকে আটক করে থানাপুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে আটক নুরুজ্জামান জানায়, সে পৌর ছাত্রলীগের কর্মী। এমডি নুরুজ্জামান, পাইকগাছা পৌর ছাত্রলীগ-নামক একটি ফেসবুক আইডি খোলা রয়েছে। যেখানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের সাথে তার অংশগ্রহণ দেখা যায়। পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ জানায়, ৬১ সদস্য বিশিষ্ট পৌর কমিটিতে তার কোন নাম নেই। এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় এস,আই মিন্টু মিয়া বাদী হয়ে নুরুজ্জামানকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ২৬, তাং- ২৩/০৯/২০১৯ইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here