পাইকগাছায় চাদঁখালী ইউনিয়ন পরিষদের গেট নির্মাণের অর্থ ফাঁকির অভিযোগ

0
579

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চাদঁখালী ইউনিয়ন পরিষদের গেট নির্মাণের নামে সরকারী লাখ টাকা ফাঁকির অভিযোগ পাওয়া গেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। গত ২০১৬-২০১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-নগত অর্থ) কর্মসূচির আওতায় এ ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য আক্কাছ আলী ঢালীর নামে ৪৩ নং প্রকল্প দেখিয়ে পরিষদের গেট নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ হয় এবং কাজ না করে এ টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে উত্তোলন করা হয়। অভিযোগ উঠেছে, সময় গড়িয়ে অর্থ বছর পার হলেও, আজও পর্যন্ত গেট নির্মাণের কোন আলামত লক্ষ্য করা যায়নি। জানা গেছে, এ নিয়ে বিভিন্ন সময়ে ভিতরে-বাহিরে বিষয়টি নিয়ে আলোচনায় আসলে প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য আক্কাছ ঢালী ও সংশ্লিষ্টরা নানান অজুহাতে সময় পার করে বিতর্কে জড়িয়েছেন। নিয়ম-নীতির কথা উল্লেখ প্রতিপক্ষরা যখনি এ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে নড়া-চড়া করার চেষ্টা করেছেন, তখনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপাকে পড়ে প্রকল্প সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে গেট নির্মাণের জন্য চাপ সৃষ্টি করে আসছেন বলে একাধিক সুত্র জানিয়েছেন। এ বিষয়ে চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মনছুর আলী গাজী, তাঁর সময়ে বিগত ২০১৩-২০১৪ অর্থ বছরে লক্ষাধিক টাকা ব্যয়ে পরিষদের প্রধান গেট তৈরীর কথা জানিয়ে বলেন, এ প্রকল্প দেখিয়ে কিছুই না করে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও অন্যরা সরকারী টাকা আত্মসাৎ করেছেন বলে মন্তব্য করেন। এ বিষয়ে চাঁদখালী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু’র সাথে মোবাইলে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে প্রকল্প কমিটির সভাপতি আক্কাস আলী এ অভিযোগ সম্বন্ধে ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে পরিষদের প্রধান ফটকে ১ লাখ ৬৫ হাজার টাকার স্টিলের গেট তৈরী হচ্ছে এবং দু’এক দিনের মধ্যে তা লাগানো হবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here