পাইকগাছায় থানা পুলিশ উন্নত প্রযুক্তি সাহায্যে দুই বিকাশ প্রতারক আটক

0
283

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় থানা পুলিশ উন্নত প্রযুক্তি সাহায্যে দুই বিকাশ প্রতারককে আটক করেছে। তারা কপিলমুনি ইউপির মোস্তাক গাজীর পুত্র ছালাম গাজী ও রুহুলামীন গাজী। শনিবার সকালে দু’প্রতারককে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি কপিলমুনি ইউপির নাসিরপুর পালপাড়ার মৃত সমর পালের ছেলে বাসুদেব পাল কপিলমুনি স্বর্ণপটিতে সালাম কম্পিউটারে একটি বিকাশ একাউন্ট খোলার জন্য যায়। তখন সালাম কম্পিউটার বসা রুহুল আমীন গাজী তার নিজস্ব মোবাইল দিয়ে ০১৯৮৯৮৭৩১৬৮ নং একটি বিকাশ একাউন্ড খুলে তাকে পিন নম্বর জানিয়ে দেন। বাসুদেব জানান, আমি পার্শ্ববর্তী দোকানে টাকা তুলতে গেলে দেখি আমার বিকাশ একাউন্ট থেকে কে বা কারা বিশেষ কায়দায় তথ্যপ্রযুক্তি সাহায্যে ৪ হাজার ৭শ টাকা উত্তোলন করে নিয়েছে। পরবর্তিতে দেখা গেছে, ০১৭৫৬৮৩৪৪৩৯ নং একাউন্ড থেকে টাকা তুলে নিয়েছে। সে মোবাইলে কল করে দেখা গেছে কপিলমুনি বাজারে একটি বেকারী মালিক সাত্তারের। তার কাছে জানতে পারি লম্বা কালো একটি ছেলে টাকা তুলে নিয়ে গেছে। তখন পুলিশকে জানালে ওসি এজাজ শফীর নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু’বিকাশ প্রতারককে আটক করে। এলাকাবাসী জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ সমস্ত কর্মকান্ড করে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য ওসিকে ধন্যবাদ জানিয়েছে। ওসি এজাজ শফী জানান, প্রতারকরা যতই শক্তিশালী হোক কোন কাউকে ছাড় দেয়া হবে না। অন্যায়কারীকে আইনের আওতায় আনা হবে।