পাইকগাছায় দলিলের লেখকের বিরুদ্ধে নাবালকের সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ

0
372

নিজস্ব প্রতিবেদক,পাইকগাছা: পাইকগাছায় এক দলিল লেখকের বিরুদ্ধে নাবালকের সম্পত্তি তঞ্চকীপূর্ণভাবে লিখে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের মৃত শংকর ঢালীর পুত্র মৃতঃ ঝড়– ঢালী পৈত্রিক সূত্রে লস্কর মৌজায় এস,এ ৪১ খতিয়ানের ১১৪১/১১৩৯ দাগের ৫১/৩ শতক জমির মালিক থাকেন। ঝড়–র ঢালী ৩ পুত্র বিধান, বিকাশ ও নাবালক শ্যামল ঢালীকে রেখে মৃত্যুবরণ করেন। বিকাশ বর্তমানে ভারতে বসবাস করেন।অভিযোগে প্রকাশ একই গ্রামের মৃত মফেজ উদ্দিন গাজীর পুত্র পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আঃ রশিদ গাজী ১৯৯২ সালে ১১১৭ নং দলিলে দু’ভাই বিধান ও শ্যামলের কাছ থেকে জমি ক্রয় করেন বলে জানাগেছে। জমি ক্রয়ের পর তিনি বিভিন্ন জায়গায় দলিল প্রদর্শন করেছেন বলে এমন তথ্য রয়েছে।এ ঘটনা জানাজানির পর ঝড়–র ছোট ছেলে শ্যমল অভিযোগ করেছেন ঐ সময় আমি নাবালক ছিলাম এবং অভাবের তাড়নায় তিন ভাই গ্রাম ছাড়া হয়ে যাই। বড় ভাই বিধান দলিল লেখককে উক্ত দাগ খতিয়ান থেকে জমি লিখে দিলেও তার অংশ দলিল করে দেননি। উল্লেখিত দলিলে তার স্বাক্ষর দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন। এ অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ জানান, এ ঘটনা সত্য নয়। তার কাছে তথ্য প্রমাণাদি রয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here