পাইকগাছায় দুঃস্থ ও অভাবীদের কপালে জুটলো ধুলো-ময়লার নিম্নমানের কম্বল

0
451

এস,এম, বাবুল আক্তার, পাইকগাছা (খুলনা) : রিলিপের কম্বল বলে কথা? পাইকগাছায় দুঃস্থদের শীত নিবারণে সরকারীভাবে ধুলো-ময়লায় ভরা নিম্নমানের কম্বল সরবরাহের ঘটনায় শীতে কাবু অভাবী মানুষের সাথে এক ধরণের প্রহসন বলে অভিযোগ উঠেছে। ক্ষোদ জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীলদের মধ্যে ক্ষুব্দ মনোভাব লক্ষ্য করা গেছে। রং-চং উঠা মানহীন কম্বল নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন অভিজ্ঞমহল।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দেশব্যাপী শৈত্যপ্রবাহের শীতে কাবু এ উপজেলার ১০ ইউনিয়নের দুঃস্থ ও অভাবী মানুষের জন্য সংশ্লিষ্ট প্রশাসন সরকারের সরবরাহকৃত ১৬শ শীতের কম্বল ইউপি চেয়ারম্যানদের কাছে তুলে দেন। অভিযোগ উঠেছে, বর্তমান সরকারের আর্থ-সামাজিক ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হলেও গরীব মানুষের জন্য এ ধরণের ময়লা ও নিম্নমানের শীত কম্বল বরাদ্দ করা অত্যন্ত রুচিহীন পদক্ষেপ এবং এতে সরকারের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ করবে! একটি সুত্র জানিয়েছেন, টেন্ডারের মাধ্যমে ক্রয় করা এ কম্বল সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখভাল না করে কি ভাবে মাঠ পর্যায়ে সরবরাহ করল এ নিয়ে প্রশ্ন তুলে এখানে কোন নয়-ছয় বা অসঙ্গতির ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করার তাগিদ দিয়েছেন ইউপি চেয়ারম্যানরা ও অভিজ্ঞমহল। এ বিষয়ে জানার চেষ্টা করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়কে বিষহ্ন দেখালেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি, তবে জেলা ত্রাণ ও পুনঃবাসন কর্মকর্তা মোঃ আজিজুল হক জোয়াদ্দার বলেন, রিলিপের কম্বল সরকার যে ভাবে দিয়েছেন তিনি সেই ভাবে মাঠ পর্যায়ে সরবরাহ করেছেন। ধুলো-ময়লায় মিশ্রত নিম্নমানের কম্বল বরাদ্দের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এ প্রতিনিধিকে জানান, এ ধরণের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেটা জেলা সমন্বয় কমিটিতে উত্থাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here