পাইকগাছায় দু’দিনব্যাপী পিঠা উৎসবে উৎসুক নারী-পুরুষ পিঠার স্বাদে মুগ্ধ

0
600

বাবুল আক্তার, পাইকগাছা : প্রিয় কবির ভাষায়- “পৌষ পার্বনে পিঠা খেতে বসে, খুশিতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়া গিয়েছে, মায়ের বকুনি খেয়ে”। পাইকগাছার সোলাদানায় দু’দিনব্যাপী পিঠা উৎসবে হাজারো উৎসুক নারী-পুরুষ যোগ দিয়ে বিনামূল্যে পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হয়েছেন। বাঙালীর গ্রাম-শহরের ঐতিহ্যে ভরা হাতের তৈরী পানপিঠা, তৈল, লুচি, চালন, সবজি, তারা, পর্দ্দা, বিস্কুট জাতীয় পতাকা, শাপলা ফুল, বেলী ফুল, গোলাপ, জামাই, চিতেপাটি, সূর্যমুখিসহ ৫২ রকমের সাড়ে বারো হাজার বিভিন্ন প্রকারের পিঠার একাধিক স্টল বসানো হয়েছে। সোমবার বিকেলে সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ইউপি চেয়ারম্যান এস.এম এনামূল হকের সভাপতিত্বে চৌরাস্তা আবু হোসেন কলেজ মাঠে এ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ শেখ ফারুক আহম্মেদ, এসআই বিএ বাবুল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এস,এম, বাবুল আক্তার। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ, আবু সাঈদ, আঃ সবুর, রাজেশ মন্ডল, আনিছুর রহমান, সিদ্দিক শিকারী, বিএম আরেফিন সিদ্দিকী, নাছিমা বেগম, কল্যানী মন্ডল, জেসমিন নাহার প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন পিঠা স্টলের নেতৃত্ব দেন চেয়ারম্যানপতœী ইয়াসমিন আক্তার, বিথিকা এনাম, তানজিয়ারা, মর্জিনায়ারা, লামিয়া জেসমিন, আকলিমা, রাজিয়া, আশা, শাহন, মরিয়মসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here